Refund and Returns Policy

  • Home 1
  • Refund and Returns Policy

 

🔄 রিফান্ড ও রিটার্ন নীতিমালা 

আপনার সন্তুষ্টিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার 💚 আমরা চাই, আপনি আমাদের প্রতিটি পণ্য নিয়ে নিশ্চিন্ত ও খুশি থাকুন। তবুও যদি কোনো কারণে আপনি পণ্য নিয়ে সন্তুষ্ট না হন, নিচের নিয়ম অনুযায়ী রিফান্ড বা রিটার্ন করতে পারবেন।

 

Note : If the Product is damaged before it reaches you, we will gladly provide a replacement or allow you to select an alternative item of equal value.

 

📦 রিটার্ন করার শর্তাবলি 

আপনি নিচের ক্ষেত্রে পণ্য ফেরত দিতে পারবেন:

    • ভুল পণ্য প্রেরণ করা হলে।
    • পণ্য ক্ষতিগ্রস্ত বা ভাঙা অবস্থায় পৌঁছালে।
    • মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার অনুপযোগী হলে।

     

    🔹 দ্রষ্টব্য:

       

      • পণ্য গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
      • পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অপরিবর্তিত ও মূল প্যাকেজে থাকতে হবে।
      • ছবি বা ভিডিও প্রমাণ পাঠানো হলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা যায়।

       

      💸 রিফান্ড নীতিমালা 

        • আমরা যাচাই করে নিশ্চিত হওয়ার পর রিফান্ড প্রক্রিয়া শুরু করি।
        • রিফান্ড সাধারণত ৫–৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়।
        • বিকাশ/নগদ মাধ্যমে রিফান্ড প্রদান করা হয়।

         

        🚚 রিটার্ন প্রক্রিয়া 

          1. আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন:
            📞 ফোন: +880 1913-565452
          2. সমস্যার বিবরণ ও পণ্যের ছবি পাঠান।
          3. আমাদের টিম আপনার অনুরোধ যাচাই করবে এবং নির্দেশনা দেবে।
          4. অনুমোদনের পর আপনি পণ্য ফেরত পাঠাতে পারবেন নির্ধারিত ঠিকানায়।

           

          ⚠️ যেসব ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়

             

              • পণ্য ব্যবহারের পর ফেরতযোগ্য নয়।

              • “Change of mind” বা ব্যক্তিগত কারণে ফেরত নেওয়া হয় না।

              • ডিসকাউন্ট বা অফার চলাকালীন কেনা কিছু পণ্যে রিফান্ড প্রযোজ্য নাও হতে পারে।

              Cart (0 items)
              Cart (0 items)
              Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
              • Image
              • SKU
              • Rating
              • Price
              • Stock
              • Availability
              • Add to cart
              • Description
              • Content
              • Weight
              • Dimensions
              • Additional information
              Click outside to hide the comparison bar
              Compare